বাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রাস্তায় ফেলে রেখে গেলো অজ্ঞান পার্টির সদস্যরা :অতঃপর "ইমাম" বাস অবরোধ করলো শিক্ষার্থীরা।
সোমবার (১০ই মার্চ), ঢাকাগামী ইমাম পরিবহনে, বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের এক শিক্ষার্থীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তার কাছে থাকা মোবাইল মানিব্যাগ হাতিয়ে নিয়ে তাকে বাস থেকে (ঢাকা বাইপাস সংলগ্ন রাস্তার ধারে) রাস্তায় ফেলে দেয়া হয়। এই অবস্থাতেই স্থানীয় লোকজনের সাহায্যে তাকে হাসপাতালে নেয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে,ইমাম পরিবহন আটকানোর উদ্দেশ্য।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এমতাবস্থায় প্রক্টর ড. মাহবুবুর রহমানের আশ্বাসে_ বাসের প্রতিনিধি,মালিক সমিতির প্রতিনিধি, অপরাধী ড্রাইভার এবং হেল্পার সহ সকল অপরাধীদের দুপুর( ১১ই মার্চ) ১২ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে হাজির করা সহ ৪ দফা দাবির আল্টিমেটাম দিয়ে মহাসড়ক যানচলাচলের জন্য ছেড়ে দেয় নজরুল বিশ্ববিদ্যলয়ের সাধারণ শিক্ষার্থীরা।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :