ঢাকা কলেজে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩মার্চ) সন্ধ্যা ৭ টার সময় ঢাকা কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ আজহারুল ইসলাম।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, ১৮০ দিন নয়, ৩ দিনের মধ্যে বিচার করতে হবে। আর এই ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন বাংলাদেশে কায়েম না হয় সেই ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, ৬ মার্চ আছিয়া তার বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। তারপর তাকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (১৩মার্চ) সেখানে মৃত্যুবরণ করেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :