AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছাত্রশিবিরের মতবিনিময়


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০১:২১ পিএম, ১৫ মার্চ, ২০২৫
ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছাত্রশিবিরের মতবিনিময়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় ছাত্রশিবিরের নিকট সংগঠনগুলোর কি প্রত্যাশা সে বিষয়ে আলোচনা,মতবিনিময় ও প্রত্যাশার কথা শোনেন ছাত্রশিবির।

শুক্রবার (১৪ মার্চ) বরিশাল সদরে হোটেল এরিনাতে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের সম্মানে এ মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি বলেন, আপনি মুসলিম হন বা না হন আপনার দায়িত্বের জায়গা থেকে আল্লাহকে জবাব দিতে হবে। মুসলিম হওয়া বা না হওয়া অনেক পরে। আমরা দেখি যারা ইসলাম চর্চা করে তাদের অনেক সংগঠনে ভিন্ন চোখে দেখে। যেমনটা হওয়ার কথা ছিলো না। কোনো সংগঠনে এমন পরিবেশ যেনো না হয় সেটা দেখা উচিত। নামাজ পড়া বা ধার্মিক পোষাক পড়া মানেই শিবির করেনা এটা আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের ইস্টেকহোল্ডার হিসেবে কাজ করে। রাষ্ট্রের উন্নয়নে তাঁদেরও ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের লেখার স্বাধীনতার দরকার।আমাদের প্রত্যাশা ক্যাম্পাস সাংবাদিকরা তাঁদের স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে ও মতামতের স্বাধীনতা থাকবে সেখানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।সাংবাদিকদের বস্তুনিষ্ঠ স্বাধীন মতামত প্রকাশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ক্যাম্পাসে জুলাই বিপ্লব চলাকালীন ক্যাম্পাস সাংবাদিকদের সাহসী ভূমিকা এবং সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রয়াসে বাংলাদেশের উপর চেপে থাকা জগদ্দল পাথরের ন্যায় ফ্যাসিবাদ বিদায় ঘটেছে। এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় এক অনন্য ইতিহাস রচনা করেছিলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি,  প্রেস ক্লাব, ববিচাস, বিএনসিসি, ইন্তেফাদা মঞ্চ, চারুকলা সংসদ, আইটি সোসাইটি, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, ক্রিকেট ক্লাব, রোভার স্কাউট, লিংকার্স (সোশাল মিডিয়া গ্রুপ), সোচ্চার সহ নানান সংগঠনের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!