ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু এবং সদস্য সচিব আতিক শাহরিয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মোট ৭৭ জন সদস্য রয়েছেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার আহ্বায়ক হিসেবে মো. রফিকুল ইসলাম প্রামাণিক এবং সদস্য সচিব হিসেবে মো. আফিকুজ্জামান (কাব্য) দায়িত্ব পেয়েছেন।
ডিআইইউ শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম প্রামাণিক বলেন, আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার ভাই আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধসহ হাজারো নাম না জানা বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে এই সংগঠন গড়ে উঠেছে। আমাকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার আহ্বায়ক করার জন্য কৃতজ্ঞ। আমি আমার ক্যাম্পাসের শিক্ষার্থী ভাই ও বোনদের আশ্বস্ত করতে চাই—এটি কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নয়, বরং একটি স্বাধীন ছাত্র সংগঠন, যা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে। আমরা অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
সদস্য সচিব মো. আফিকুজ্জামান (কাব্য) বলেন, আমার প্রধান লক্ষ্য হলো আদর্শিক ছাত্রসমাজ গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে, আমরা সবসময় তার পাশে থাকব। যদি কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারে, আমরা তাদের জন্য ফান্ড সংগ্রহের ব্যবস্থা করবো। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো—প্রত্যেক শিক্ষার্থী যেন ক্যাম্পাসে তার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং নির্বিঘ্নে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :