AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবির ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


বাকৃবির ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্ব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ সঞ্চালনা করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  ড. আসাদুজ্জামান সরকার, পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রমজান মাসে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করে। এটি পবিত্র রমজানের মাহাত্ম্য। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই আয় দিয়েই আমরা পরিবার পরিচালনা করি। তাই দেশের জন্য ও বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আরো মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে। দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য প্রকাশ করে এর বিকাশ ও যে কোনো বিনাশে আমরা তৎপর হয়ে সঠিক ভূমিকা পালন করবো এই আশাবাদ ব্যক্ত করছি। 

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, রমজান মাস একটি বরকতময় মাস। আশা করবো এই রমজানের ওছিলায় আমাদের ইবাদত কবুল হবে ও সকল গুনাহ মাফ হবে। পবিত্র মাহে রমজানের ওছিলায় উপস্থিত সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।


একুশে সংবাদ// এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!