AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশ হবে


আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশ হবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত "ডি" ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার ২৩ মার্চ দুপুরে প্রকাশ করা হবে। বিষয়টি একুশে সংবাদের জবি প্রতিনিধিকে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ইউনিট কমিটির আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সানজিদা ফারহানা। 

তবে, এর আগে শনিবার ২২ মার্চ সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ফল প্রকাশের গুজব ছড়িয়ে পড়ে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়।

অধ্যাপক সানজিদা জানান, আমরা ইউনিট কমিটির আহ্বায়করা আগামীকাল উপাচার্যের নিকট রেজাল্ট উপস্থাপন করব। উপাচার্য স্যার যথাযথ প্রক্রিয়া শেষ করবেন এবং সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার রেজাল্ট প্রকাশ হবে। সম্ভবত এসএমএস এর মাধ্যমেও শিক্ষার্থীদের রেজাল্ট জানানো হবে বলে জানান তিনি।

উক্ত ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরিক্ষা গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।


একুশে সংবাদ// এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!