AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৮:০৬ পিএম, ২৩ মার্চ, ২০২৫
ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

সম্প্রতি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা ডিপ্লোমা গ্রাজুয়েটরা ৯ম গ্রেডের টেকনিক্যাল চাকুরিতে ডিপ্লোমা হোল্ডারদের জন্য কোটা সুবিধা ৩৩ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার জন্য আন্দোলন শুরু করেছে। এই কোটা ও বিশেষ সুবিধার প্রতিবাদ জানিয়ে শনিবার (২২ মার্চ) বিবৃতি প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

বিবৃতিতে যবিপ্রবির প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা হোল্ডারদের জন্য বিশেষ কোটা ও অগ্রাধিকার ভিত্তিক সুযোগ-সুবিধার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ প্রকৌশল শিক্ষার মেধাভিত্তিক প্রতিযোগিতা বজায় রাখতে হবে এবং অযৌক্তিক কোটাপ্রথার মাধ্যমে প্রকৃত প্রকৌশলীদের অধিকার ক্ষুণ্ণ করা চলবে না। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ন্যায়সঙ্গত দাবির পক্ষে এক শক্তিশালী বিপ্লব, যার অন্যতম প্রধান দাবি ছিল কোটাপ্রথার বিলুপ্তি। সেই আন্দোলনের মূলে ছিল মেধাভিত্তিক মূল্যায়ন প্রতিষ্ঠার আহ্বান, যা প্রকৌশল পেশার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তবে আজও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য প্রকৌশল খাতে অযৌক্তিক কোটা সংরক্ষণের অপচেষ্টা চলমান। এটি প্রকৌশল শিক্ষার মৌলিক নীতির পরিপন্থী এবং প্রকৌশল পেশার মান বজায় রাখার ক্ষেত্রে বড় বাধা।

বিবৃতিতে প্রকৌশল শিক্ষা ও পেশার মর্যাদা রক্ষা করতে   তাদের দাবিগুলো হলো এক. ৯ম গ্রেডের "সহকারী প্রকৌশলী" পদে শুধুমাত্র B.Sc. in Engineering ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য কোনো কোটা বা বিশেষ সুবিধা রাখা চলবে না। বর্তমানে ডিপ্লোমা হোল্ডারদের জন্য সংরক্ষিত ৩৩% পদোন্নতি কোটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। কেউ পদোন্নতি চাইলে তাকে বিএসসি পাশ করে এসে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে যেতে হবে। দুই. উপ-সহকারী প্রকৌশলী পদে ১০০% মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীরা শুধুমাত্র ১১-২০ গ্রেডের টেকনিক্যাল পদে প্রতিযোগিতার সুযোগ পেতে পারে। তিন. "ইঞ্জিনিয়ার " উপাধি ব্যবহার করার অধিকার শুধুমাত্র ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (B.Sc. in Engineering) ডিগ্রিধারীদের থাকবে।

শিক্ষার্থীরা আরও বলেন, প্রকৌশল শিক্ষার মান রক্ষা ও অযৌক্তিক কোটাপ্রথার বিলুপ্তি নিশ্চিত করা বর্তমানে সময়ের দাবি। প্রকৌশল শিক্ষাকে স্বতন্ত্র ও আন্তর্জাতিক মানসম্পন্ন রাখতে হলে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করতে হবে। আইইবি‍‍`কে ঢেলে সাজানো এবং সকল বিশ্বিবদ্যালয়ের প্রকৌশল বিষয়গুলোকে দ্রুততার সহিত আইইবি‍‍`র অধীনে নিয়ে আসতে হবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়ে বলেন, প্রকৌশল শিক্ষার মান রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এই অযৌক্তিক কোটা ও বিশেষ সুবিধাগুলো অবিলম্বে বাতিল করা না হয়, তাহলে আমরা মেধার অধিকার প্রতিষ্ঠার জন্য আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি প্রকৃত প্রকৌশলীদের সম্মান ও মর্যাদা রক্ষার এই আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থাকবে এবং প্রকৌশল পেশার সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে ঐক্যবদ্ধ হবে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!