ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সম্মিলিতভাবে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ডিআইইউ কালচারাল ক্লাবের সদস্যদের জন্য পেশাদার দক্ষতা বৃদ্ধির এক নতুন সুযোগ সৃষ্টি হলো। শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ডিআইইউ`র পক্ষে, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ডিআইইউ কালচারাল ক্লাবের সহকারী অধ্যাপক ও প্রধান উপদেষ্টা ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিনিধিত্ব করেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের প্রধান সাংগঠনিক কর্মকর্তা জিয়া উদ্দিন মাহমুদ এবং ব্যবসায় উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক আদনান নাসের।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ডিআইইউ`র সহযোগী অধ্যাপক ও যুগ্ম পরিচালক মিলি রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী হিমু, ডিআইইউ কালচারাল ক্লাবের সভাপতি সিয়াম, সচিব মেহেদী হাসান, ভাইস প্রেসিডেন্ট রায়হান চৌধুরী এবং মিডিয়া সচিব ফাহিম আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত বিশেষায়িত কর্মশালা, সেমিনার এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ডিআইইউ`র শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আইটি সেক্টরের সর্বশেষ প্রযুক্তি এবং প্রবণতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে, যা তাদের কর্মজীবনে সফল হতে সাহায্য করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিআইইউ`র উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আইটি সেক্টরের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ তাদের কর্মজীবনে একটি উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করবে।
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান সাংগঠনিক কর্মকর্তা জিয়া উদ্দিন মাহমুদ বলেন, আমরা ডিআইইউ`র সাথে অংশীদার হতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমন দক্ষতা প্রদান করা, যা তাদের আজকের প্রতিযোগিতামূলক বাজারে সফল হতে সাহায্য করবে।
ডিআইইউ কালচারাল ক্লাব এই সমঝোতা স্মারক সম্পর্কে তাদের আস্থা এবং অটল সমর্থনের জন্য ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে, ডিআইইউ`র শিক্ষার্থীরা আইটি সেক্টরে তাদের ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সফল হতে সাহায্য করবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :