AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৩:১০ পিএম, ২৫ মার্চ, ২০২৫
জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

গতকাল (২৪ মার্চ) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) নরসিংদী সদরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রকল্যাণের প্রধান উপদেষ্টা, আবুল খায়ের ফরাজি (১ম ব্যাচ), এবং উপদেষ্টা রোকন বিন জামসেদ (৪র্থ ব্যাচ) ও উপদেষ্টা সাইফুল ইসলাম (৮ম ব্যাচ)। এছাড়াও সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: রুবেল মিয়া (শিক্ষক, নোবিপ্রবি), সরকার মুনির (শিক্ষা ক্যাডার), হারুন মিয়া (শিক্ষা ক্যাডার), ইমরান (শিক্ষা ক্যাডার) ও তাদের একাংশ।


উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রকল্যাণের সভাপতি সিরাজুম মুনীর তাহমিদ (১৫ ব্যাচ), সিনিয়র সহ-সভাপতি ফুয়াদ ভূঞা (১৫ ব্যাচ), সাধারণ সম্পাদক সিফাত সরকার মুবিন (১৬ ব্যাচ), কোষাধ্যক্ষ ইশতিয়াক আজাদ (১৭ ব্যাচ) এবং কমিটির একাধিক সদস্য। পাশাপাশি উপস্থিত ছিল জেলার সকল ব্যাচের শিক্ষার্থীরা।


উক্ত অনুষ্ঠান নিয়ে জেলা ছাত্রকল্যাণের সভাপতি বলেন, আমরা চেয়েছিলাম জবিস্ত নরসিংদী জেলার সকল সিনিয়র-জুনিয়র সবাই উপস্থিত হয়ে একসাথে একদিন ইফতার করবো এবং আমরা সেটা করতে পেরেছি। আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে খুবই আনন্দিত। এই অনুষ্ঠানটি আমাদের পাশে থেকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমার পক্ষ থেকে সকল সিনিয়র-জুনিয়রসহ উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছিল, করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ্‌।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!