আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও আশপাশের হোটেল কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ৬৫ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও ক্যাম্পাসের আশপাশের হোটেলের কর্মচারী অন্তর্ভুক্ত ছিলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘আমাদের ক্যাম্পাসকে নিরাপদ রাখতে আনসার সদস্যরা পবিত্র ঈদেও পরিবারের কাছে যেতে পারেন না। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। একইভাবে, ক্যাম্পাসের আশপাশের হোটেলে কাজ করা হোটেল বয়দের অনেকেরই পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। সেই ভাবনা থেকেই আমরা তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদ হোক গরিব-ধনী সবার জন্য আনন্দের।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :