AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করল বাকৃবি ছাত্রদল


অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করল বাকৃবি ছাত্রদল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।  

মঙ্গলবার (২৫ মার্চ) তৃতীয় দফায় শতাধিক শিক্ষার্থীর হাতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল পাঞ্জাবি, টুপি, শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন ঈদের পোশাক। যেসব শিক্ষার্থী ছুটির কারণে ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন, তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে উপহার পাঠানোর ব্যবস্থাও করা হয়। এর আগে ২৩ ও ২৪ মার্চ দুই দফায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছিল।  

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ছোট্ট প্রয়াস। এটি কেবল উপহার নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। আশা করি, এই ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনবে। আল্লাহ আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুন।”  


 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!