AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই এসোসিয়েশনের নেতৃত্বে মোফাজ্জল-সাজ্জাদ


Ekushey Sangbad
নুর ইসলাম, ডিআইইউ প্রতিনিধি
০৩:২৯ পিএম, ২৭ মার্চ, ২০২৫
ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই এসোসিয়েশনের নেতৃত্বে মোফাজ্জল-সাজ্জাদ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে এবং সবাই একটি বন্ধনে আবদ্ধ রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) গুগল মিটে একটি অনলাইন মিটিং এর মাধ্যমে সকলের সিদ্ধান্ত অনুয়ায়ী এ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন আনুষ্ঠানিক ভাবে এলামনাই এসোসিয়েশন এর আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন কে সভাপতি এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন খানকে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই এসোসিয়েশন (সিইইএ-ডিআইইউ) এর চুড়ান্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ইয়াসিন শেখ ও রিয়াদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক  ইউছুফ আলী (সিরাজী), সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সেতু ও সাদিক মাহমুদ, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, পাবলিক রিলেশন্স ও মিডিয়া সম্পাদক রনি চৌধুরী, মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক পল্লব চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক উজ্জ্বল আল আজিজ, সোস্যাল ওয়েলফেয়ার ও ডেভেলপমেন্ট সম্পাদক মামুন, সোস্যাল ওয়েলফেয়ার সম্পাদক বাপ্পারাজ দাস, সহ-সোস্যাল ওয়েলফেয়ার সম্পাদক সাইমন হাসান ও সৌরভ হোসেন, একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাহমুদুল হাসান সৈকত, সাংস্কৃতিক সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক খালিদ হাসান (টিটু), ফরেন অ্যাফেয়ার্স সম্পাদক সাব্বিরুজ্জামান, রাশেদুল ইসলাম, ইলিয়াস আহমেদ নিরব, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আমেনা, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক কামরুল শেখ, সুমন দত্ত ও মোঃ শাহ আলম, ওমেন অ্যাফেয়ার্স সম্পাদক ফারজানা আক্তার, মেম্বার কো-অর্ডিনেটর সম্পাদক রয়েল মন্ডল, ক্রীড়া সম্পাদক সবুজ কুমার দাম, সহ-ক্রীড়া সম্পাদক গৌরব দাস ও অন্তর বর্মন, যোগাযোগ ও চিঠিপত্র সম্পাদক মোঃ রাশেদ, সহ-যোগাযোগ ও চিঠিপত্র সম্পাদক কুদ্দুস মিয়া এবং কমিটির সদস্যরা হলেন হারুনুর রশীদ, শাহাদাত হোসেন, সোহাগ মিয়া, হামিদুল ইসলাম, সাইফুল ইসলাম সম্রাট ও জুয়েল রানা।

নবগঠিত এলামনাই কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন খান বলেন, আমাদের প্রধান কাজ হবে গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করা সবার মধ্যে সুন্দর যোগাযোগের সেতু বন্ধন তৈরি করা। যেন সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের সিনিয়র ভাই বোনদের থেকে পরামর্শ ও চাকরিসহ বিভিন্ন কাজে সহযোগিতা নিতে পারে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!