AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহিদ আব্দুল কাইয়ুমের পরিবারের পাশে কুবি ছাত্রশিবির


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
১০:০৮ এএম, ২৮ মার্চ, ২০২৫
শহিদ আব্দুল কাইয়ুমের পরিবারের পাশে কুবি ছাত্রশিবির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র শহিদ আব্দুল কাইয়ুম এর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির শাখা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল পাঁচটার দিকে শহিদ আব্দুল কাইয়ুমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এসময় কাইয়ুমের পরিবার নেতৃবৃন্দদের সাথে তার পূর্বের অসংখ্য ঘটনার স্মৃতিচারণ করেন। কোশল বিনিময় শেষে কাইয়ুমের পরিবারের সাথে ইফতার সম্পন্ন করে তার কবর জিয়ারত করেন। পরবর্তীতে ছাত্রশিবিরের পক্ষ থেকে কাইয়ুমের পরিবারকে নগদ অর্থ ও ঈদসামগ্রী উপহার প্রদান করা হয়।

এ নিয়ে শহিদ আব্দুল কাইয়ুমের মা কুলছুম বেগম বলেন, ‍‍`আমার ছেলে একজন পরহেজগার আল্লাহর খাঁটি বান্দা, সে নিয়মিত তাবলীগ জামাতে সময় দিতো। এলাকার সবাই তাকে আমির সাহেব ডাকতো। এলাকার কোন মানুষকে সে কখনো কষ্ট দেয়নি। তবে কেউ যেন আমার ছেলের ভাস্কর্য তৈরি না করে। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন।‍‍`

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‍‍`শহিদেরা আমাদের সম্পদ এবং প্রেরণার উৎস। শহিদ আব্দুল কাইয়ুম সারা বাংলাদেশের কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। ২০২৪ এর জুলাই বিপ্লবের প্রতিটি দিনে আমরা একসাথে সাহসিকতার সাথে লড়াই করেছি। অন্যায়ের বিরুদ্ধে তাকে সব সময় আপোষহীন পেয়েছি।‍‍`

 

একুশে সংবাদ// এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!