AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশাসনের উদ্যোগে জবি ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন


প্রশাসনের উদ্যোগে জবি ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন

এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন আগামী ১৪ এপ্রিল জাঁকজমকপূর্ণ বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে। জবি ক্যাম্পাসে আয়োজিত এ মেলাতে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদের জন্যেও স্টল বরাদ্দ দেয়ার সুযোগ রয়েছে।

গতকাল (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় নির্দিষ্ট সংখ্যক স্টল বরাদ্দ দেওয়া হবে। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বাইরের আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ১০ এপ্রিল ২০২৫ সালের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। আগ্রহীদের জন্য নিবন্ধন ফরম ৭ এপ্রিল ২০২৫ থেকে রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মেলায় শিক্ষার্থীদেরকেও স্টল বরাদ্দের জন্য আবেদন করতে উৎসাহিত করেছে।

উল্লেখ্য, এবছর বৈশাখী মেলায় থাকছে নানা ধরনের ঐতিহ্যবাহী বাঙালি পণ্য, হস্তশিল্প, খাবার ও বিনোদনের ব্যবস্থা। মেলা সফলভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। এবারের আয়োজন শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের জন্য এক উৎসবমুখর পরিবেশ তৈরি করবে বলে প্রত্যাশা করছে জবি প্রশাসন।


একুশে সংবাদ// এ.জে
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!