AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অষ্টম বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব: সত্যের সন্ধানে অবিচল পথচলা


অষ্টম বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব: সত্যের সন্ধানে অবিচল পথচলা

আজ (৪ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ সাংবাদিকদের একটি সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব (কুবি প্রেস ক্লাব) সপ্তম বর্ষ পার করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে।

২০১৮ সালের এই দিনে ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি ক্যাম্পাস সাংবাদিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত সাত বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের আস্থা অর্জন করেছে।

প্রেস ক্লাবের যাত্রা ও বিকাশ:

২০১৮ সালের ০৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শতাব্দী জুবায়ের ও নাহিদ ইকবালের নেতৃত্বে নানা প্রতিকূলতা পেরিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। প্রথমে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা সংগঠনের ভিত্তি স্থাপন করে। সময়ের সঙ্গে সংগঠনটি পরিসরে বৃদ্ধি পায় এবং আরও সুসংগঠিত হয়ে ওঠে। বর্তমানে এই সংগঠনটি ২৫ জন সদস্য ও ১৫ জনের অধিক সহযোগী সদস্যের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাম্পাসের বিভিন্ন ইতিবাচক বিষয়গুলো প্রচারের পাশাপাশি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার ব্যাপারেও সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উক্ত সংগঠনের সহযোগী সদস্য রাফি হোসেনের মতে, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় ক্যাম্পাসের যেকোনো ভালো-মন্দ তথ্য ও কার্যকলাপ জাতীয় পর্যায়ে সবার কাছে তুলে ধরে। সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপন করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।’

প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির বর্তমান সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত বলেন, ‍‍`কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ‍‍`সর্বদা সত্যের সন্ধানে‍‍` স্লোগানকে ধারণ করে ২০১৮ সালের ০৪ এপ্রিল যাত্রা শুরু করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে গিয়ে গত ৭ বছরে বিভিন্ন চড়াই-উতরাই পার করে আজ ৮ম বর্ষে পদার্পন করেছে। ‍‍`সর্বদা সত্যের সন্ধানে‍‍` স্লোগানকে ধারণ করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আরও যুগ যুগ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাবে এই কামনা করছি।‍‍`

প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, “ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল প্রেস ক্লাব। আজ তার ৭ম বছর পূর্তির দিনে এসে প্রাপ্তি অনেক। প্রত্যাশা থাকবে ক্লাবের সত্য প্রকাশের সাহসী যাত্রা সামনে আরো বেগবান হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ক্লাবের একঝাঁক তরুণ, পরিশ্রমী, দৃরচেতা ও মেধাবী সংবাদকর্মী। তাদের এ সত্য প্রকাশের প্রচেষ্টা সফল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতায়। প্রেস ক্লাব ক্যাম্পাসের প্রসার এবং প্রচারে মুখ্য ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে প্রেস ক্লাব পাশে আছে ও থাকবে। বিশ্ববিদ্যালয় বিশ্বমানের কাজ করুক আর তার প্রচারে মুখ্য ভূমিকা পালন করবে প্রেস ক্লাব। ক্লাবের আগামী আরও সুন্দর ও সাফল্য মণ্ডিত হোক।”

ভবিষ্যতের প্রত্যাশা:

ক্যাম্পাস সাংবাদিকতায় কুবি প্রেস ক্লাবের এই সাত বছরের অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!