AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালের UGV ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৩:৫২ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
বরিশালের UGV ফিলিস্তিনে  গণহত্যা ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালের University of Global Village (UGV) Barishal ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে ছাএ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে।

সোমবার(৭ এপ্রিল ) সকাল ১১ ঘটিকায়  UGV বিল্ডিং ১ এর সামনে থেকে ছাত্র জনতা এই বিক্ষোভ মিছিল বের করে।

উপস্থিত ছাএ জনতা তাদের বক্তব্যে বলেন, ফিলিস্তিনের গাজাতে ইতিহাসের বর্বরোচিত হামলা করা হয়েছে। গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বাংলাদেশ থেকে ইজরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে,ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে। এ সময় তারা আরো বলেন দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হতে হবে।

তাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।

উপস্থিত ছাএ জনতা আরো বলেন, আসুন আমাদের উপস্থিতি দ্বারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই এটি ও মানবাধিকারের পক্ষে শক্তিশালী অবস্থান নিতে পারে। তারা বলেন, এটাই আমাদের সময়, আসুন আমরা সবাই মিলে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলবো।

বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনে হামলা কেন – জাতি সংঘ জবাব চাই,গাজাতে হামলা কেন জবাব চাই জবাব চাই, দুনিয়ার মুসলিম এক হও এক হও এসব স্লোগান দেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র এলাকা।
 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!