মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাব আয়োজিত “Speak to Lead” অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ বায়েজিদ আলী। সভাপতিত্ব করেন ফিন্যান্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর ফিন্যান্স ক্লাবের সহ-সভাপতি মো. সাইফুল স্বাগত বক্তব্য দেন। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের এমন সৃজনশীল আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিজয়ীদের নাম:
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে —
১. মেহবুবা মৌলা
২. মো. মশিউর রহমান
৩. সাবিহা তাবাসসুম
এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন:
৪. আবরার হক (ফিন্যান্স, ১৯ ব্যাচ)
৫. কাজী ফয়সাল (ফিন্যান্স, ১৯ ব্যাচ)
৬. ইতু মনি (আই.ই.আর., ১৯ ব্যাচ)
৭. আম্রিতা আপু (জিইবি, ১৯ ব্যাচ)
৮. শামসুর নাহার রিয়া (মার্কেটিং, ১৮ ব্যাচ)
৯. পার্থ সাহা (ফিন্যান্স, ১৬ ব্যাচ)
১০. মো. আসাদুজ্জামান সিয়াম (মার্কেটিং, ১৯ ব্যাচ)
অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ফিন্যান্স বিভাগের শিক্ষক মো. ওমর ফারুকসহ ক্লাবের সিনিয়র সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি মোহাম্মদ সোহেল প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ ও চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আয়োজকরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :