AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ডা. দীপক কুমার মন্ডল

যবিপ্রবি মেডিকেল সেন্টারের টানা তৃতীয়বারের মতো প্রধান চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব পেলেন


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০১:৪৯ পিএম, ১০ এপ্রিল, ২০২৫
যবিপ্রবি মেডিকেল সেন্টারের টানা তৃতীয়বারের মতো প্রধান চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব পেলেন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে প্রধান চিকিৎসা কর্মকর্তা হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন ডা. দীপক কুমার মন্ডল। গত ৯ এপ্রিল (বুধবার), বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, "যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) পদে কর্মরত ডা. দীপক কুমার মন্ডল-এর চুক্তির মেয়াদ গত ৪ এপ্রিল শেষ হওয়ায় রিজেন্ট বোর্ডে অনুমোদন সাপেক্ষে তাঁকে ৩য় মেয়াদে ৯ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ প্রদান করা হলো। একই সাথে তিনি প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) পদের আর্থিক সুবিধাদি পূর্বের নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।"

দায়িত্ব প্রাপ্ত ডা. দীপক কুমার মন্ডল বলেন, "অনেকদিন যাবত কাজ করায় এই প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা একটা মায়া জন্মেছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে সকলকে সেবা দিয়ে যাব। আমি মানুষ হিসেবে আমার ভুল ক্রুটি থাকতে পারে, সেই ভুল পরিহার করে সামনে কাজ করে যাওয়ার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীরা যেভাবে চায় সেভাবে কাজ করার চেষ্টা করব। আমি অতীতে যেমন নিষ্ঠা এবং সততা দিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত রাখব।"

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!