AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন, পরিক্ষার্থী ৪০০০


পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন, পরিক্ষার্থী ৪০০০

কৃষি গুচ্ছভুক্ত দেশের নয়টি (০৯) পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল ২০২৫ খ্রি.(শনিবার) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সব প্রস্তুতি নিয়ে শেষ করেছে বিশ্ববিদ্যালয়টি। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের ৪৪৮ টি আসনসহ মোট ৯ টি বিশ্ববিদ্যালয়ের ৩৮৬৩ আসনের বিপরীতে ৯ হাজার ২০ জন শিক্ষার্থী এ ভর্তিযুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে। এদের মধ্যে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে। 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। 

পরীক্ষার দিন শিক্ষার্থীদের জন্য পাঁচটি হেল্প ডেস্ক, ওয়াশরুম সুবিধা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষা একটি বিশাল আয়োজন। প্রশাসনের একার পক্ষে এটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউটস ও বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমসহ সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করছি। এ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”

একই দিনে ‘মার্চ টু গাজা’ কর্মসূচির কারণে যানজটের আশঙ্কা থাকায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘণ্টা বা যতদূর সম্ভব তার আগেই কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। পরিক্ষার দিন বেলা ১১ টায় পর্যায়ক্রমে ইউনিভার্সিটি স্কয়ার (লেবুখালী) থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে (বাসে) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন। নিরাপত্তার অংশ হিসেবে সকাল ৮টার পর প্রশাসনিক ও একাডেমিক ভবনমুখী সড়কে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ থাকবে। শুধু পরীক্ষাসংক্রান্ত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে থাকছে কঠোর নজরদারি। প্রশ্নপত্র বিতরণে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে নির্ধারিত হলে হলে প্রশ্ন পৌঁছানো নিশ্চিত করা যায়। পরীক্ষার হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ দেহ তল্লাশি করা হবে এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস বহনের সুযোগ থাকবে না।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভর্তিপরীক্ষা দিতে আগত শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। হলগুলোতে তাদের থাকার জন্য ব্যবস্থা করছে আবাসিক হলের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!