গতকাল সোমবার (১৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। রঙিন সাজসজ্জা, শোভাযাত্রা, প্রথমবারের মতো বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে শুরু হয় নববর্ষের আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে রায়সাহেব বাজারের ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্ক ঘুরে শোভাযাত্রাটি ক্যাম্পাসে ফিরে আসে। এবারের শোভাযাত্রার থিম ছিল ‘বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি’। এতে গরুর গাড়ি, পশু ও পাখির প্রতিকৃতি, ফুলের সাজ ও বিভিন্ন গ্রামীণ উপকরণ স্থান পায়।
‘বিপ্লবের সিঁড়ি বেয়ে আসুক নেমে আলো, নববর্ষে মুক্ত জীবন থাকুক আরো ভালো’ স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের বৈশাখী আয়োজন।
নববর্ষের আনন্দ শোভাযাত্রা শেষে বিজ্ঞান অনুষদের সামনে শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শোভাযাত্রার পর থেকে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত বৈশাখী মেলায় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ, মুক্তমঞ্চ ও রফিক ভবনের নিচে স্থাপিত স্টলগুলোতে ছিল হস্তশিল্প, পিঠা-পুলি, গয়না, গ্রামীণ খেলনা, বই ও প্রকাশনা সামগ্রীসহ নানা ঐতিহ্যবাহী পণ্য।
এছাড়াও সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে পরিবেশিত হয় সংগীত, নৃত্য, আবৃত্তি এবং পালা নাটক ‘ভেলুয়া সুন্দরী’। এতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা।
আয়োজনের বিশেষ আকর্ষণ ব্যান্ড কনসার্ট শুরু হয় বিকেল ৩টা থেকে। এতে অংশ নিয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’, ক্যাম্পাসের বাইরের ব্যান্ড ‘চান্দের গাড়ি’ ও ‘মেটাল ইরর’ এবং জবির ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের ব্যান্ড ‘কিম্ভূত’, ‘কোমল গান্ধার’, ‘অফসাইড’সহ একাধিক একক শিল্পী। কনসার্টের মঞ্চসজ্জা ও আয়োজন ব্যবস্থাপনায় সহায়তা করছে টেলিকম কোম্পানি ‘এয়ারটেল’।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :