রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে সারাদেশ থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।
শনিবার (১৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই উদ্যোগ গ্রহণ করে জবি ছাত্রদল। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণের ব্যবস্থা, খাবার পানি সরবরাহ এবং প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগ সহায়তা প্রদান করা হয়।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হয়।
এ প্রসঙ্গে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন,"জবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে। ভর্তি পরীক্ষার সময় আমরা যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের সহযোগিতা করেছি, তেমনি এবার রাবি কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি।"
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,"সারাদেশ থেকে আগত পরীক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসেছে, তাদের সহায়তা করতে পারাটা আমাদের জন্য গর্বের বিষয়। এটি ছাত্রদলের একটি দায়িত্বশীল ভূমিকা।"
সদস্য সচিব শামসুল আরেফিন জানান, "পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা সফলভাবে তাদের সহযোগিতা করতে পেরে অত্যন্ত আনন্দিত।"
এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা পাওয়া গেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে জবি ছাত্রদল।
একুশে সংবাদ//ন.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :