AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরীক্ষার হলে স্বপ্নযুদ্ধ, বাইরে অপেক্ষায় অভিভাবকরা


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
০৯:২৭ পিএম, ১৯ এপ্রিল, ২০২৫
পরীক্ষার হলে স্বপ্নযুদ্ধ, বাইরে অপেক্ষায় অভিভাবকরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ‍‍`এ‍‍` ইউনিটে ৩০টি কেন্দ্র এবং ‍‍`সি‍‍` ইউনিটে ১২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন পরীক্ষার্থীরা। ভেতরে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা, আর বাইরে তাদের জন্য অপেক্ষা করছেন অভিভাবকরা। 

পরীক্ষার হলে তাদের সন্তান কী করছে, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে কি-না সেটি ভেবেই তাদের চিন্তার যেন শেষ নেই। তাদের মধ্যে কেউ গল্প করছেন, আবার কেউ সৃষ্টিকর্তার কাছে করছেন প্রার্থনা। নিজের সন্তান কিংবা ছোট ভাই-বোনের জন্য চিন্তার যেন শেষ নেই তাদের। বৃষ্টি, রোদকে উপেক্ষা করে অভিভাবকরা সন্তানদের স্বপ্ন বাস্তবায়নে অপেক্ষারত। 

শনিবার (১৯ এপ্রিল) কথা হয় একজন অভিভাবকের সঙ্গে। তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তিনি বলেন, ‍‍` আমার মেয়েকে নিয়ে এসেছি। সে ঢাকা, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়েছে কিন্তু চান্স হয়নি। এখানে পরীক্ষা দিতে আসছি নার্ভাস লাগছে, আশাকরি ভালো কিছু হবে। এখানের পরিবেশ ভালো, সুযোগ পেলে পড়াবো। ‍‍`

ঢাকা থেকে আসা আরেক অভিভাবক বলেন, ‍‍` এখানে আমার মেয়ে পরীক্ষা দিবে, ও এখনো কোন জায়গায় সুযোগ পায়নি। এখানে সুযোগ পেলে পড়াবো ইনশাআল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা পরিবেশ পড়াশোনাও ভালো হবে, তাছাড়াও অনেক ভালো বিভাগ আছে। ‍‍`

বোনের স্বপ্নপূরণে ভাই বলেন, ‍‍` আমরা বি - বাড়িয়া থেকে এসেছি, আমার বোন পরীক্ষার্থী। এখানে চান্স পেলে পড়াবো ইনশাআল্লাহ। এখানের পরিবেশও ভালো, ভালো বিষয় আছে পড়ার মতো। ‍‍`

উল্লেখ্য, সকাল ১০টা থেকে ‍‍`সি‍‍` ইউনিটের পরীক্ষা শুরু হয় এবং দুপুর ৩টা থেকে ‍‍`এ‍‍` ইউনিটের পরীক্ষা শুরু হয়। 

‍‍`সি‍‍` ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ। ‍‍`এ‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছিল ৩২ হাজার ৬৫৮ জনের।


একুশে সংবাদ//কুবি.প্র//এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!