AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএসসি কৃষিবিদদের মর্যাদা প্রতিষ্ঠায় বাকৃবিতে ৬ দফা দাবি


বিএসসি কৃষিবিদদের মর্যাদা প্রতিষ্ঠায় বাকৃবিতে ৬ দফা দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রিধারী কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন এবং ছয় দফা দাবি উত্থাপন করেছেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেন, স্নাতক কৃষিবিদদের প্রতি যে অবিচার ও বৈষম্য চলছে, তা দ্রুত নিরসন করতে হবে।

তাদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে:  
১. দশম গ্রেডের চাকরি (যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা) বিএসসি ও ডিপ্লোমা উভয় শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করতে হবে।  
২. বিসিএস ছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদে নিয়োগ বন্ধ করতে হবে এবং ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতির পথ রুদ্ধ করতে হবে।  
৩. বিএডিসি ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বন্ধ করতে হবে।  
৪. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুসরণ ছাড়া পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিষিদ্ধ করতে হবে।  
৫. স্নাতক কৃষি ডিগ্রির বাইরে “কৃষিবিদ” উপাধি ব্যবহার নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।  
৬. কৃষিভিত্তিক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে শুধুমাত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে সীমিত রাখতে হবে।

বাকৃবির শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক মাসুম বলেন, “ডিপ্লোমাধারীদের ৮ দফা দাবির মধ্যে অনেকগুলোই বাস্তবতা ও ন্যায়ের নিরিখে অযৌক্তিক। তাই আমরা সরকারকে আহ্বান জানাই, যেন এসব দাবি গ্রহণ না করা হয়।”  

তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিন ইয়ামিন ইমন বলেন, “বিএসসি কৃষিবিদরা কৃষিতে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নত জাত সৃষ্টিতে সবসময়ই অগ্রণী। অথচ ডিপ্লোমাধারীদের এসব দায়িত্ব দিলে খাদ্য নিরাপত্তা ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!