ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে আকস্মিকভাবে হামলা চালায়।
বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছে। এর আগে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।
একুশে সংবাদ/জ.ন/এনএস
আপনার মতামত লিখুন :