যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাস থেকে তেল চুরির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলমকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবহন দপ্তরের সহকারী রেজিস্ট্রার এস এম হাসান আলী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহকারী পরিবহন প্রশাসক ও ইইই বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম
সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজুল ইসলাম
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান
তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ভোরে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের ‘শাপলা’ বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬১ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করেন। বাসের চালক ও হেলপার এই চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাদের দাবি, প্রায় ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার ড্রাইভাররা দুটি গ্রুপে বিভক্ত হয়ে নিয়মিতভাবে জ্বালানি চুরি করে আসছে। এসব তেল প্রতি লিটার ৯০ টাকা দরে বিক্রি করা হতো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তে কারও গাফিলতি ধরা পড়লে তাকেও জবাবদিহি করতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :