AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগপত্র জমা দিয়েছেন কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য


Ekushey Sangbad
কুয়েট প্রতিনিধি
১২:২০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

পদত্যাগপত্র জমা দিয়েছেন কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ এবং সহ-উপাচার্য অধ্যাপক এস কে শরীফুল আলম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, উভয় প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া এখন চলমান রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সাম্প্রতিক পরিস্থিতি ও শিক্ষাব্যবস্থার স্থবিরতা নিরসনে উপাচার্য ও সহ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হয়েছে। অচিরেই একটি সার্চ কমিটি গঠন করে এই দুই পদে নতুন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।

উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের দাবি পূরণ হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা ৫৮ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। শিক্ষার্থীরা জানিয়েছে, প্রশাসনিক পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই তারা এ কর্মসূচি গ্রহণ করেছিলেন।

 



একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!