পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘সি’ ইউনিটের (ব্যবসা শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সেবায় বিনামূল্যে সুপেয় পানি ও তথ্যকেন্দ্রের ব্যবস্থা করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় এবং ১১২৪ জন শিক্ষার্থী এ কেন্দ্রে অংশগ্রহণ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ঢাকা- পাবনা মহাসড়কের দু`পাশে স্টল বসিয়েছে বিভিন্ন জেলা সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রসংগঠনগুলো।
জেলা সমিতির মধ্যে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি ও ইউনাইটেড স্টুডেন্টস অফ বগুড়া। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে গ্রীণ ভয়েস পাবিপ্রবি শাখা ও কাফেলা ফাউন্ডেশন, পাবনা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রশিবিরকেও তাদের তথ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
এসব সংগঠনগুলো মূলত বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের বিনামূল্যে সুপেয় পানি প্রদান। এছাড়াও ব্যাগ, মোবাইল ফোন, কাগজপত্র, ঘড়ি,ক্যালকুলেটর এসব নিজেদের দ্বায়িত্বে সংরক্ষণ করে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের রাখা জিনিসপত্রগুলো তাদের বুঝিয়ে দিয়েছে।
শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সাথে আগত অভিভাবকদের বসার জন্য চেয়ার ও ছাউনির ব্যাবস্থা এবং ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিলো এসব সংগঠনগুলো।
ছাত্রদল আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেডিক্যাল ক্যাম্প, ছাউনি ও তথ্য সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করে। শিবিরকেও শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র ও অভিভাবকদের বসার ব্যবস্থা করতে দেখা যায়। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলেও দেখা যায় সুপেয় পানির ব্যবস্থা ও তথ্য সহায়তা ক্যাম্প। অন্যন্ন সংগঠনগুলোকেও বিনামূল্যে সুপেয় পানি বিতরণ ও তথ্য সহায়তা দিতে দেখা যায়।
সংগঠনগুলো এমন কার্যক্রমে খুশি হয়েছে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রাজশাহী থেকে পরীক্ষা দিতে আসা রাকিবুল ইসলামের বাবা মিজানুর রহমান বলেন, তীব্র গরমে কোথাও গিয়ে শান্তি নেই। বিভিন্ন সংগঠনের ছেলে- মেয়েরা আমাদের কথা ভেবে ছাউনির ব্যবস্থা, বসার জন্য চেয়ার ও সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে । আশা করছি সামনের দিনগুলোতেও তারা মানুষের সেবায় নিয়োজিত থাকবে।
একুশে সংবাদ//পাবিপ্রবি. প্র//এ.জে
আপনার মতামত লিখুন :