AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবির পার্কিং জোন থেকে ক্রমাগত সাইকেল চুরি: বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ গ্রহন


Ekushey Sangbad
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৬:১৭ পিএম, ২৬ এপ্রিল, ২০২৫

জবির পার্কিং জোন থেকে ক্রমাগত সাইকেল চুরি: বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ গ্রহন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পার্কিং জোন থেকে বেশ কয়েকদিন যাবত অসংখ্য শিক্ষার্থীদের সাইকেল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি মিটিং হয়। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) ভিসি ভবনের কনফারেন্স রুমে উক্ত মিটিং অনুষ্ঠিত হয়। 

আজ (২৬ এপ্রিল) উক্ত মিটিংয়ের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে নোটিশের মাধ্যমে জানানো হয়। নোটিশে বলা হয়, 

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু চুরির ঘটনা ঘটেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এসব ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আরও অধিক সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে সংঘটিত ঘটনায় কিছু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।



একুশে সংবাদ//জবি.প্র//এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!