বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন। শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে রেল চলাচল বন্ধ করে রাখেন।
রাত ১০টা ২০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি বাকৃবির জব্বারের মোড় অতিক্রম করে।
এর আগে রবিবার রাত ৮টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন, ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকাগামী কিংবা ঢাকাফেরত কোনো ট্রেন জব্বারের মোড় অতিক্রম করতে পারেনি।
অবরোধ প্রত্যাহারের আগে শিক্ষার্থীরা জানান, তারা কোনো মৌখিক প্রতিশ্রুতি মানবেন না। তাদের ৮ দফা দাবি প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল থেকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন এবং জনদুর্ভোগ এড়াতে রেলপথ অবরোধ না করার কথাও জানান।
একুশে সংবাদ//বাকুবি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :