AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের ছুটিতে রাজধানী ছাড়ার হিড়িক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৬ পিএম, ২৮ মার্চ, ২০২৫
ঈদের ছুটিতে রাজধানী ছাড়ার হিড়িক

শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাস, ট্রেন, লঞ্চসহ সব যানবাহনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঘরমুখো মানুষের ঢল নামায় রাজধানীর ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হতে শুরু করেছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্টেশন ও টার্মিনালে মানুষের ভিড় বাড়তে থাকে, প্রত্যেকে ছুটছেন নিজ গন্তব্যে ঈদ উদযাপনের জন্য।

বাস টার্মিনালগুলোর সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছি। স্বজনদের কাছে যাওয়ায় আনন্দ আলাদা।

এদিকে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই।

এবারের ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!