দীর্ঘসময় ধরে ঢাকায় বৃষ্টি নেই। এতে দেশের কিছু জায়গার মতো ঢাকায়ও বইছিল তীব্র তাপপ্রবাহ। একটু বৃষ্টির জন্য মুখিয়ে ছিলেন নগরবাসী। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় হালকা বৃষ্টির পর আজ (বুধবার, ১৭ মে) সকালেও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।
বৃষ্টিতে রাজধানী শহর ভেজার পাশাপাশি নগরবাসীর মনেও যে স্বস্তি ফিরে এসেছে তা বলার অপেক্ষা রাখে না।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপরই ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি, যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।
হঠাৎ এই বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি খেটে খাওয়া মানুষ ও পথচারীরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে অফিসগামী মানুষ, যাদের অধিকাংশই ছাতা বা রেইনকোট নিয়ে রাস্তায় বের হননি, তারাই অনেকটা ভিজেই রওনা দিয়েছেন কর্মস্থলের দিকে। তবুও তাদের স্বস্তি যে গরম কিছুটা কমেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায়ও ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে ঢাকা। যদিও ওই বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না।
এদিকে আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে তিন মিলিমিটার বৃষ্টির হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস দিয়ে সংস্থাটি জানিয়েছে, খুব বেশি বৃষ্টি হবে না। তবে ঝোড়ো হাওয়া থাকবে।
গতকাল সন্ধ্যায় দেয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আর ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :