‘কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ’র উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর উত্তরার ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলরের সভা কক্ষে ৬ জুন রাতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরিকে কমিটির সভাপতি এবং মীর আব্দুর আলীমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে মনোনিত হন- ড. কাজী খলিকুজ্জমান আহমদ, ড. আতিউর রহমান, ড. জাহাঙ্গীর আলম, এ কে এম শহিদুল হক, কামাল চৌধুরী তারেক সুজাত।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- ড. রাশিদ আসকারী, ড. নাসিম আক্তার, কবি নাসির আহমেদ, সালাম সালেহ উদ্দিন। সমন্বয়ক হয়েছেন সৌরভ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক হয়েছেন মীর আব্দুল আলীম, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. জেবউননেছা, প্রচার প্রকাশনা সম্পাদক হয়েছেন সাবিরা ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন তারেকুজ্জামান শেখ, দপ্তর সম্পাদক হয়েছেন রাজন ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট কে এম মাহফুজ, কার্যকরী সদস্য হয়েছেন খাইরুল আলম, ড. আবদুস সুবহন, ড. মিজানুর রহমান সাইদুর রহমান, আব্দুল বাকি চৌধুরী নবাব।
একুশে সংবাদ/শ.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :