গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা। রাজধানীর গুলশান-১ নম্বর চত্বরের রাস্তা সিমেন্টের ব্লক দিয়ে বন্ধ করে দিয়েছে তারা। ফলে গুলশান চত্বর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীদের রাস্তা দখলের পর মহাখালী থেকে গুলশান-১, হাতিরঝিল থেকে গুলশান-১, গুলশান-২ থেকে গুলশান-১ ও বাড্ডা থেকে গুলশান-১ নম্বরের সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে। রাস্তা অবরোধের ফলে চারদিক দিয়ে শত শত যানবাহন রাস্তায় আটকে আছে।
এদিকে যানচলাচল বন্ধ থাকায় বিভিন্ন পরিবহনের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ব্যবসায়ীরা বলছেন, মার্কেটের তালা খুলে না দেওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। সেই সঙ্গে ঘটনাস্থলে দ্রুত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রকে এসে তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানান তারা।
এ বিষয়ে মার্কেটের ব্যবসায়ী মো.শহীদ উল্লাহ বলেন, মার্কেটে প্রায় ৭২৩টি দোকান রয়েছে। কোনো রকম আইনি ভিত্তি ছাড়া হুট করে মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হল। আমরা এখন কোথায় যাব, এতো দিনের ব্যবসা। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব। আমাদের মার্কেট খোলা না পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :