সুইডেনে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ব্রিটেনের ভোট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন এর আয়োজন করে সম্মিলিত আলেমসমাজ, পীর মাশায়েখ ও তাবলীগ জামাত।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল-কোরআন মহান রাব্বুল আলামিন এর বানী। এই বানীর মধ্যে কোন ভুল-ত্রুটি নেই। সকল মানবের জন্য এ গ্রন্থ হেদায়েতের পাথেয়। হযরত আদম (আ.) থেকে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত যত নবী-রাসূল এসেছেন, প্রত্যেক নবী-রাসূল আল্লাহর পক্ষ থেকে বানী পেয়েছেন।
অনুরুপ বানীর সমন্বয়ে মহাগ্রন্থ আল-কোরআন যা মুসলিম মাত্রই তাদের জীবন অপেক্ষা শ্রদ্ধা করেন।
সম্মানীয় এই কোরআনের সাথে অবমাননায় সারা বিশ্বের ধর্মীয় মানুষ মাত্রই আঘাত পেয়েছেন। সম্মিলিত আলেম সমাজ ও পীর মাশায়েখগণ সুইডেনের এই ন্যাক্কার জনক কোরআন অবমাননার তীব্র প্রতিবাদ জানান। সাথে জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এবং বক্তব্য রাখেন, ড. কে এম আব্দুল মমিন সিরাজী, কাজী মাওলানা সাগর আহম্মদ শাহিন, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, মুফতী হাসানুজ্জামান চিশতী, মাওলানা আব্দুল আলীম আজাদী, হাফেজ আব্দুল বারী, কাজী মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আবু ইউসুফ, মাওলানা হেদায়েত উল্লাহ জামালী, মাওলানা ইব্রাহীম, খন্দকার সাজ্জাদুন নূর, হাফেজ মাওলানা ওমর ফারুক (গোপালগঞ্জী)।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলেমসমাজ, পীর মাশায়েখ ও তাবলীগ জামাতের ব্যাক্তিবর্গ।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :