সুইডেনে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ব্রিটেনের ভোট দেওয়ার প্রতিবাদে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ইউনাইটেড পার্টির উদ্যেগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামি ইউনাইটেড পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে পার্টির মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন,সহ দেশবরেণ্য আলেম ওলামা মাশায়েখগণ বক্তব্য রাখেন।
সুইডেনে মহাগ্রন্থ আল কোরআনের অবমাননায় সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় অবলম্বীয় মানুষের অনুভূতিতে আঘাত করায় ইসলাম বিদ্বেষী সুইডেনের উৎপাদিত পণ্য বয়কট এবং সুইডেন সরকারের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সকল মুসলিম দেশের প্রতি আহবান জানান বক্তারা।
বাংলাদেশের সম্মিলিত আলেম সমাজ ও পীর মাশায়েখগণ সুইডেনের এই ন্যাক্কারজনক কোরআন অবমাননার তীব্র প্রতিবাদ জানায়।পাশাপাশি জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানায়।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :