AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার, মৃত ৪


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৭ এএম, ১৭ জুলাই, ২০২৩
ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার, মৃত ৪

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১৭ জুলােই) সকাল পৌনে ১০টার দিকে ওয়াটার বাসটি পানির উপরে তোলা হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ’র জাহাজ রুস্তম, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড।

 

সোমবার সকাল ৬টা থেকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগ, রোববার রাতে ওয়াটার বাসডুবির পর প্রায় ছয় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চলে। রাত ২টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়। উদ্ধার কার্যক্রমে জীবিত ৬ জন ও মৃত ৪ জনকে উদ্ধার করা হয়।


জানা গেছে, ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরাণীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এমভি আরাবি নামে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় এটি ডুবে যায়। খবর পেয়ে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


ফায়ার সার্ভিস সদর দফতরের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, ‘ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে।’


কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান জানান, ‘ওয়াটার বাসডুবির ঘটনায় উদ্ধার মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার হওয়া ৬ জনকেও চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।’

 

একুশে সংবাদ/স/এসএপি

 

Link copied!