১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ২১শে আগস্টের নারকীয় গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড সাজাপ্রাপ্ত খুনি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ বজলুল হক এর সভাপতিত্বে ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (এমপি)।
অবস্থান কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান (এমপি), বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কোতোয়াল।
সম্মানিত আলোচকবৃন্দ ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য, রাষ্ট্র বিজ্ঞানী ও বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ।
আরও বক্তব্য রাখেন এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিন, ছাত্রনেতা কবি আসলাম সানিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ ও কর্মীরা।
একুশে সংবাদ/রাফি/বাবু/জাহা
আপনার মতামত লিখুন :