বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত পথেই রুপীর চালান প্রবেশ করে। সেই রুপি ঢাকায় পৌঁছে দিতে এসেই পল্টন এলাকায় পুলিশের জালে আটকায় আইয়ুব আলী ও মোরসালিন ইসলাম মিলন নামের দুই বহনকারী।
পুলিশ জানায় কুড়িগ্রাম থেকে মাসুদ রানা নামে চক্রের মূলহোতা সাড়ে ২৪ লাখ রুপি ঢাকায় কোন একজনের কাছে পৌঁছে দিতে দু’জনকে নিয়োগ করেছিল। সেই রুপি পৌছে দিতে এসেই গারদে গেল দুই বহনকারী।
পল্টন থানা পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর পল্টন থানার এসআই আকরামুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় চক্রের মূলহোতা মাসুদ রানাকেও আসামী করা হয়েছে। তাকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ।
আটক দুইজনকে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :