AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিখোঁজের ১০ দিন পর যশোর থেকে উদ্ধার তাওসিফ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৭ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
নিখোঁজের ১০ দিন পর যশোর থেকে উদ্ধার তাওসিফ

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিখোঁজ তাওসিফ জাওয়াদকে ১০ দিন পর  যশোরের কোতয়ালি থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

 

তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর রাত ১০ টায় ৮১/১ পশ্চিম রামপুরা রোডের নিজ বাসা থেকে এটিএম বুথে টাকা তোলার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি তাওসিফ। পরের দিন তার বাবা আলতাফ উদ্দিন ছেলের সন্ধান চেয়ে  হাতিরঝিল থানা একটি জিডি করেন। পরবর্তীতে হাতিরঝির থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাওসিফকে উদ্ধারের জন্য সর্বচ্চো চেষ্টা চালায়।

 

শনিবার সকাল ৭ টায় পিবিআই তাওসিফ জাওয়াদকে অসুস্থ অবস্থায়  যশোর কোতয়ালীর গাড়ীখানা রোডে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। এরপর তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। দিনভর তাওসিফের পরিচয় শনাক্তের জন্য পুলিশ পরিদর্শক হিরন্ময় সরকার, এসআই ডিএম নূর জামাল হোসেনসহ যশোর পিবিআইয়ের ক্রাইমসীন টিম হাসপাতালে যান।

 

সেখানে তাওসিফ জাওয়াদের চিকিৎসার ব্যবস্থা করাসহ তার সাথে কথা বলেন। এরপর প্রাথমিকভাবে নিজের নাম ও মোবাইল নম্বর বলতে পারে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাওসিফের ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্রধরে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরিবারকে ভিডিও কলের মাধ্যমে তাওসিফকে দেখানোর পর তারা তাকে চিনতে পারে। এরপর তার পরিবার পিবিআই যশোর কার্যালয়ে আসলে তাওসিফ জাওয়াদকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এসপি রেশমা শারমিন বলেন, তাওসিফের ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার পর কিভাবে ঢাকা থেকে যশোরে এসেছে এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!