ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মো: বাবু (৩৫) নামে এক কারাবন্দি হাজতিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিনগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে কারাগারে তিনি অসুস্থ হয়ে পরলে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী ইমরানসহ কয়েকজন তাঁকে (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন,তার পিতার নাম মান্নান খান। তার হাজতি নং ২১৬৬০/২৩.তবে কি মামলায় সে আটক ছিল তা জানাতে পারেনি।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, কারাবন্দি হাজতির মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তে শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/ম.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :