রাজধানীর হাজারীবাগের একটি বাসায় প্রেমিকার ওপর অভিমান করে ছারপোকা মারার ওষুধ (বিষ) খেয়ে আসিফ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
বিষপানের পর অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
আসিফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে হাজারীবাগের কাজিরবাগ শাকিল মিয়ার বাড়ির পাঁচ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
আসিফ হোসেসকে হাসপাতালে নিয়ে আসা ইয়াসিন (ভাই) বলেন, তাঁর ভাই পেশায় কাপড়ে বুটিকের কাজ করতেন। তিনি জানতে পারেন, তাঁর ভাইয়ের সঙ্গে আনিকা নামের একটি মেয়ের সম্পর্ক ছিল। ওই মেয়ের ওপর অভিমান করে ছারপোকা মারার বিষপানে মঙ্গলবার সকালে আসিফ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহ ইনচার্জ মো. মাসুদ মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসিফের মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :