৯৯৯ নম্বরে ফোন দিয়ে জীবন রক্ষা করলো চোর। পুলিশ জানায়, ৯৯৯-এ কল দিয়ে একজন বলে, হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান। এভাবেই জাতীয় জরুরি সেবার নম্বরে ফোন করে বাঁচার আকুতি জানায় চোর।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটায় ঢাকার কদমতলী থানাধীন খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে ‘হৃদয়’ নামের একজন কলার ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন করে এমন তথ্য জানান। জাতীয় জরুরি সেবা থেকে তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।
কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে দেখে হৃদয়কে ধরে কিছুটা পিটুনি দিচ্ছিল জনতা। পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত হৃদয় (২৫) কদমতলী থানার মেরাজনগর এলাকার ব্লক-বি এ বসবাস করেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :