রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৩ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ভবনটিতে আটকে পড়েছেন বহু মানুষ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুনের ঘটনার পর এক ভিডিওতে দেখা যায়, জীবন বাঁচাতে দৌড়ে ছাদে চলে আসেন অনেকে। পরে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নামতে থাকেন তারা।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :