AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনার পথে সুন্দরবন এক্সপ্রেস


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:৩০ পিএম, ২ নভেম্বর, ২০২৩
খুলনার পথে সুন্দরবন এক্সপ্রেস

পদ্মা সেতু রেলসংযোগ দিয়ে খুলনায় পথে ঢাকা ছেড়ে গেছে সুন্দরবন এক্সপ্রেস। সকাল ৮টা ১৫ মিনিটে কমলাপুর ছাড়ে ট্রেনটি। বুধবার রাত পৌনে ১০টায় খুলনা ছেড়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌছে সুন্দরবন।

 

ট্রেনে পদ্ম সেতু পারাপারে প্রথম যাত্রী হতে পেরে উৎফুল্ল দক্ষিণাঞ্চলের মানুষ। দ্রুত ঢাকায় পৌছান তারা। পাশাপাশি ঢাকা-ভাঙ্গার সবগুলো স্টেশন খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 

সুন্দরবন এক্সপ্রেসের লোকো মাস্টার আসাদুর রহমান জানান, এ ট্রেন ৯১৬টিসহ ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিটের সব বিক্রি হয়েছে।

 

ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ্ আলম কিরণ শিশির, পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে সব স্টেশন। বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।

 

নতুন রেলপথ দিয়ে ২৪ জোড়া যাত্রী ও মালবাহী ট্রেন চালানো যাবে। প্রতিদিন ৪০ হাজার যাত্রী পারাপার করতে পারবে। মোংলা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে রাজধানীর। এদিকে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মিত হচ্ছে। যার কাজ ৮৫ শতাংশ শেষ হয়েছে।

 

একুশে সংবাদ/এএইচবি/জাহা

Link copied!