বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড়ে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড় পার হওয়ার সময় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, সোমবার বেলা ১১টায় মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা রোডে দিশারী পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি নেই। এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :