AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবরোধের দিনে মেট্রোয় উপচেপড়া ভিড়


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:১২ পিএম, ৮ নভেম্বর, ২০২৩
অবরোধের দিনে মেট্রোয় উপচেপড়া ভিড়

বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও সমমনাদের তৃতীয় দফা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে মতিঝিলগামী মেট্রোরেলে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার সকাল থেকে মেট্রোয় দেখা যায় উপচেপড়া ভিড়। উত্তরা থেকে মতিঝিলগামী প্রতিটি ট্রেনে শিক্ষার্থী ও অফিসগামীদের অস্বাভাবিক ভিড় ছিল। সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে উত্তরা ছেড়ে আসা ট্রেনে এই ভিড় লক্ষ্য করা গেছে।

আগারগাঁও থেকে মেট্রোরেলে করে অফিসগামী এক যাত্রী জানান, আগে কাকরাইলে তার অফিসে যেতে সময় লাগত দেড় থেকে দুই ঘণ্টা। এখন লাগে ১৫ মিনিট। অফিসগামী জাফর উল্লাহও জানান, সকালে অফিসে যাওয়ার সময় কম সময়ে গন্তব্যে পৌঁছানোর কারণে ঘর থেকে বেশি সময় হাতে নিয়ে নামা লাগে না।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সকাল ৮টায় শুরু হওয়ায় ৭টা থেকে মেট্রোরেলের প্রথম ট্রিপ চালুর দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। সেই দাবি মেনে বুধবার থেকে মেট্রোরেলের প্রথম ট্রিপ শুরু হয় সকাল ৭টা ১০ মিনিটে। আর দ্বিতীয় ট্রেনটি ছাড়ে ৭টা ২০ মিনিটে।

আগারগাঁও থেকে মতিঝিলগামী দুটি ট্রেনই ছিলো যাত্রীতে ঠাসা। তারপরও খুশি যাত্রীরা। তারা বলছেন, বাসের ঝক্কি-ঝামেলা এড়িয়ে নির্বিঘ্ন যাতায়াতে স্বস্তি পাচ্ছেন। শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য সময় এগিয়ে এনে বাড়তি ট্রিপ দেওয়ার জন্য খুশি তারা। তবে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন তারা।

তবে এই বিশেষ ট্রেনের সেবা পেতে ব্যবহার করতে হবে এমআরটি বা র‌্যাপিড পাস। অর্থাৎ এই ট্রেনে চড়তে কাউন্টার থেকে প্রচলিত সাধারণ টিকিট বা একবার ব্যবহার করার ‘ওয়ান টাইম পাস’ সংগ্রহ করার সুযোগ থাকবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। আর প্রতিদিন মেট্রোতে যাওয়া আসা করতে পারবেন ছয় লাখ ৭৭ হাজার যাত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপ উদ্বোধন করেন।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে সহজ শর্তে ঋণসহায়তা দিচ্ছে।

 

একুশে সংবাদ/এএইচবি/জাহা

Link copied!