রাজধানীর মিরপুরে মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে উশৃঙ্খল জনতা। অন্যদিকে রাত ৯টার পর দেয়া হয় বিআরটিসির আরেকটি বাসে আগুন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের এক ইউনিট। পরে আরও এক ইউনিটসহ দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
এদিকে মিরপুর ১০ নম্বরে রাত সাড়ে ৯টার দিকে বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে।
এর আগে মঙ্গলবার ফায়ার সার্ভিস জানিয়েছে, দেশে গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে ১৫৪টি অগ্নিসংযোগের তথ্য পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর সাতটি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর দুটি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর সাতটি, ১০ নভেম্বর দুটি, ১১ নভেম্বর সাতটি, ১২ নভেম্বর সাতটি ও ১৩ নভেম্বর সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :