ঢাকার কেরাণীগঞ্জে গুদারাঘাট এলাকায় একটি পাঞ্জাবি ও ইউনিফর্ম তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের আলম মল মার্কেটের ছয়তলা ভবনের বিএস গার্মেন্টসে আগুন ধরে।
খবর পেয়ে কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কাজল মিয়া বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।’
বিএস গার্মেন্টসের সত্ত্বাধিকারী মো. মানিক মিয়া জানান, তার দোকানে স্টক করে রাখা কয়েক হাজার পাঞ্জাবি ও ইউনিফর্মসহ কারখানায় থাকা ৩০টি মেশিন পুড়ে গেছে। এতে তার আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, ‘আগুনের খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি।’
একুশে সংবাদ/স.ল.প্র/জাহা
আপনার মতামত লিখুন :