রাজধানীর হাজারীবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন-
মোঃ স্বপন হোসেন, মোঃ লোকমান হোসেন জীবন, মোঃ রুবেল ওরফে বোট রুবেল, মোঃ শাহিন, মোঃ লাভলু মিয়া ও মোঃ সোহান মৃধা।
শুক্রবার ঢাকার আদালতের হাজারীবাগ থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র জানায়, বৃহস্পতিবার আসামিদের আদালতে উপস্থিত করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগের মেন্ডি ডেন্টাল রোডের বালুর মাঠে উত্তর-পূর্ব কোণ হতে ডাকাতির প্রস্তুতির সময় এই ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের হেফাজত থেকে প্লাস্টিকের বাটযুক্ত ৫ টি বিভিন্ন সাইজের স্টিলের চাকু ও প্লাস্টিকের হাতলযুক্ত ১টি প্লাস উদ্ধার করা হয়। গ্রেফাতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :