গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ
তিনি বলেন, শনিবার রাত ৯টা ১৫ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :